ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে বিজিবি-বিএসএফের বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে বিজিবি-বিএসএফের বৈঠক সীমান্তে হত্যা শূণ্যে নামিয়ে আনতে বিজিবি-বিএসএফের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া: ভারত ও বাংলাদেশ সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠকে জোরালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সীমান্ত বৈঠক শেষে আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ভারতের আগরতলায় গত ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী সীমান্ত বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরীর নেতৃত্বে বিজিবির ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী বলেন, বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফের ফ্রন্টিয়ার পর্যায়ের বৈঠকে সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে হত্যা শূন্যের পর্যায়ে আনা, অবৈধভাবে মাদক পাচার ও পরিবেশ দূষণ বন্ধসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

এর আগে, গত ৭ ডিসেম্বর সকালে সীমান্ত বৈঠকে অংশ নিতে বিজিবির প্রতিনিধি দলটি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আগরতলায় যায়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।