ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০৮ কিশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
নওগাঁয় জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২০৮ কিশোর

নওগাঁ: কমলমতি শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কার ঘোষণা দিয়েছিলেন নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম। সেই ঘোষণার উদ্বুদ্ধ হয়ে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার পেল ২০৮ কিশোর।

শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে বিহারীপুর গ্রামের মসজিদ সংলগ্ন স্থানে নওগাঁ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে তাদের এসব পুরস্কার দেওয়া হয়। এ সময় ইউনিয়নের ৯টি মসজিদের ইমাম-মোয়াজ্জেমকে বিচারকের দায়িত্ব পালন করায় বিশেষ উপহার দেওয়া হয়।

জানা গেছে, এসো ভাই নামাজ পড়ি, এসো বন্ধু সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিয়নের আট ওয়ার্ডের আট মসজিদে গত ০১ অক্টোবর থেকে নামাজ প্রতিযোগিতা শুরু হয়। একটানা ৪০ দিন চলমান এ প্রতিযোগিতায় স্ব স্ব মসজিদের ইমাম ও মোয়াজ্জেমরা বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় ৩৫০ জন কিশোর অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২০৮ জন বিজয়ী হয়।

পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ও ধর্মজ্ঞান সম্পন্ন বিবেকবান আদর্শ সমাজিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।