ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লাউ শাক নিয়ে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে কৃষক 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
লাউ শাক নিয়ে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে কৃষক  কেটে ফেলা ক্ষেতের লাউ শাক নিয়ে সংবাদ সম্মেলনে কৃষক মারুফ

পাথরঘাটা (বরগুনা): লাউ শাক নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন বরগুনার পাথরঘাটা উপজেলার মারুফ হোসেন নামে এক কৃষক।  

নেশার জন্য টাকা না দেওয়ায় তার ক্ষেতের শতাধিক সবজি গাছ কেটে ফেলেছেন ভাই রুস্তম, সংবাদ সম্মেলনে অভিযোগ এই কৃষকের।

 

কৃষক মারুফ হোসেন ও অভিযুক্ত মো. রুস্তুম মিয়া পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের কদম আলীর ছেলে।

কৃষক মারুফ বলেন, বিভিন্ন সময়ে নেশার জন্য টাকা নিতেন বড় ভাই রুস্তম। সবশেষ সোমবার রাতে ৫ হাজার টাকা চান তিনি। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে আমাকে গালমন্দ করেন এবং হুমকি দেন। এরপর মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে আমার ৪৫ শতাংশ জমিতে রোপণ করা লাউ, শসা, পালনশাকসহ শীতকালীন চাষ করা সবজি কেটে নষ্ট করেন তিনি। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে আমার।  

ক্ষেতের সবজি নষ্ট করার বিষয়টি স্বীকার করে রুস্তম আলী বলেন, আমি রাগে কিছু গাছ কেটেছি।  

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, বিষয়টি আমি অবগত হলাম। উপজেলা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মারুফকে সহযোগিতা করা হবে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সঞ্জয় মজুমদার বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০, ডিসেম্বর ১৩, ২০২২   
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।