ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নীলফামারীর মোস্তাফিজুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নীলফামারীর মোস্তাফিজুর রহমান

নীলফামারী: আবারও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন নীলফামারীর মো. মোস্তাফিজুর রহমান। এ নিয়ে পরপর দুইবার তিনি শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হলেন।

নভেম্বর মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জর ডিআইজি মো. আবদুল আলীম মাহমুদের সভাপতিত্বে নভেম্বর মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এসপি মোস্তাফিজুর রহমানকে (পিপিএম) সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেওয়া হয়।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন এ এফ এম আনজুমান কালাম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. মিজানুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজিসহ (অপারেশন্স) রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রংপুর রেঞ্জের সব জেলার পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।