ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ১২ মাদকসেবী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
জয়পুরহাটে ১২ মাদকসেবী আটক

জয়পুরহাট: জয়পুরহাটে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১২ মাদকসেবীকে আটক করেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে র‌্যাব সদস্যরা জয়পুরহাট শহরের সুগার মিল সংলগ্ন তাজুর মোড় এলাকায় এ অভিযান চালায়।

আটকরা হলেন, আব্দুস সামাদ (৫৪), রবিউল ইসলাম (৪০), দোলন হোসেন (৪৭), আ. জলিল (৬৩), হাফিজুল ইসলাম (৪৫), সাইফুল ইসলাম, (৩৮), মিজানুর রহমান (৪২), খোরশেদ আলম (২০), কিয়াম আলী(৪০), মতিউর রহমান(৩৬), জাহাঙ্গির আলম (৩৫), আলম শেখ (৫০)।
 
র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘন্টা, ১৪ ডিসেম্বর, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।