ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার পর আগুন লাগার ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানবন্দরের ৩য় টার্মিনালে তেল সরবরাহের কাজে নিয়োজিত একটি ট্রাকে প্রথমে আগুন লাগে। এক ট্রাক থেকে আরেক ট্রাকে ডিজেল লোড করার সময় জেনারেটরের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত। ট্রাকটি আলিফ এন্টারপ্রাইজের। সেটিতে ২৭ হাজার লিটার জিজেল ছিল।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মো. জাহেদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টা ১১মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। পরে কুর্মিটোলা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ও উত্তরা থেকে ১টি ইউনিট বিমানবন্দরে যায়। মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এমকে/জেডএ