ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে আসিফ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
কেরানীগঞ্জে আসিফ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার 

ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় আসিফ হত্যা মামলার জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গ্রেফতার আসামিরা হলেন, ছলিম ওরফে টেপা ছলিম (৩০) ও আশিক ওরফে জহিরুল ইসলাম (২৮)।

অভিযানে তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে এ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা হয়। তাদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা (নং-৩৬) রয়েছে।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা হত্যাকাণ্ডের ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতার আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।