ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দোহারে ৫শ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
দোহারে ৫শ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

ঢাকা: ঢাকার দোহারে অভিযান চালিয়ে আনুমানিক ৫শ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে লে. শাম্স সাদেকীন নির্নয়ের নেতৃত্বে কোস্ট গার্ড ঢাকা জোনের পাগলা বিসিজি স্টেশনের সদস্যরা দোহারের চরবিলাসপুর, খাজা বাজার এবং আলম বাজার রাধানগর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় ৬টি জাল তৈরির কারখানা এবং ৭টি গোডাউন থেকে আনুমানিক ১০ লাখ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০০ কোটি টাকা। অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান দোহার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. লুৎফর নেহার উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।