ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
হাতীবান্ধা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ২০ বোতল ফেনসিডিলসহ শামীম আক্তার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার সওদাগর মিয়া।

এর আগে একই দিন ভোরে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক শামীম আক্তার ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলে নোহাহাটি এলাকার আব্দুল জেলালের ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার সওদাগর মিয়া বলেন, দৈখাওয়া সীমান্ত অতিক্রম করে দেশে অনুপ্রবেশ করার অভিযোগে ভারতীয় যুবক শামীম আক্তারকে আটক করে বিজিবির টহল দল। পরে তার দেহ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।  

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অনুপ্রবেশের অভিযোগে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে আটক যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।