ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় অর্ধকোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
ফতুল্লায় অর্ধকোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকসহ অর্ধকোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ।  শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জালের সঙ্গ থাকা লোকজন পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সস্তাপুর এলাকায় জয় মিয়ার বাড়িতে শুক্রবার ভোরে দুটি ট্রাক ভর্তি অবৈধ কারেন্ট জাল এনে নামানোর সময় পুলিশ আসেন। এ সময় কারেন্ট জালের সাথে লোকজন দৌড়ে পালিয়ে যায়। তখন ট্রাকে থাকা বস্তা খুলে কারেন্ট জাল বের করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি ট্রাক ভর্তি ও একটি ফ্ল্যাট বাসায় থাকা বেশ কিছু বস্তা ভর্তি কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত কারেন্ট জালের অনুমান মূল্য প্রায় ৫০ লাখ টাকা হবে। এ বিষয়ে মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এমআরপি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।