ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আওয়াল মিরাজ (৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৬) সন্ধ্যার দিকে দীঘিনালার বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মিরাজ খাগড়াছড়ি জেলা শহরের মোল্লাপাড়া এলাকার নুরন্নবীর ছেলে। তিনি পানছড়ি হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।

জানা গেছে, সন্ধ্যায় খাগড়াছড়ি থেকে মোটরসাইকেলে করে দীঘিনালার মেরুং এ শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আওয়াল মিরাজ। পথে ঘটনাস্থলে এলে সেখানে রাস্তায় গাছ পারাপার করার সময় তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।