ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থিয়েটারের উদ্যোগে বিমল বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে পথনাটক ‘একটি অবাস্তব গল্প’ প্রদর্শিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে নাটকটি প্রদর্শিত হয়।
নাটকে থিয়েটার কর্মীরা অভিনয়ের মাধ্যমে শ্রমিক-মজুরের কর্মহীন জীবনের গল্প ও শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে উচ্চারিত এক আধুনিক কণ্ঠস্বর হিসেবে তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদের নির্দেশনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবির আদনান (জেলার), মোবারক হোসেন আশিক, লোকমান হোসেন শাকিল (ডাক্তার), শাহরিয়ার প্রিন্স (কমল), সোহরাব হোসেন (বাচনস্পতি), মাহবুব হোসেন (রামসিং), তাওহীদ তালুকদার (কেষ্ট) প্রমুখ।
নাটক চলাকাকালে বিশ্ববিদ্যালয় থিয়েটারের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, অধ্যাপক সাইফুজ্জামান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ল্যাব সহকারী গাউসুল আজম রিন্টু, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী নাটকটি উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরএ