ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে বাসচাপায় ভ্যান যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
পলাশবাড়ীতে বাসচাপায় ভ্যান যাত্রী নিহত ফাইল ফটো

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ভ্যানচালকসহ তিনজন।

সোমবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের হরিণাবাড়ী-কুমারগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল হরিণাবাড়ী গ্রামের মৃত কছর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে হরিণাবাড়ী বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন শফিকুলসহ আরও দুই যাত্রী। পথে কুমারগাড়ী এলাকায় গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল মারা যান। আহত হন চালকসহ তিনজন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আহত তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।