ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জের সাংবাদিক সাইফুল ইসলাম আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
বকশীগঞ্জের সাংবাদিক সাইফুল ইসলাম আর নেই

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে দৈনিক আজকের জামালপুর পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম (৪২) মারা গেছেন।  

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম, বকশীগঞ্জ পৌর শহরের মিয়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ, বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক ফাতিউল হাফিজ বাবু, বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।