ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রাকের নিচে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
চুয়াডাঙ্গায় ট্রাকের নিচে পড়ে নিহত ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সবজি বোঝাই একটি ট্রাকের নিচে পড়ে লিয়াকত আলী (৬৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত জুমরাত শেখের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দৌলতদিয়াড় এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন লিয়াকত। দৌলতদিয়াড়ের সীমান্ত তেলপাম্পের অদূরে পৌঁছালে মোটরসাইকেলে রাখা বাজারের ব্যাগ একটি ভ্যানের সঙ্গে আটকে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়েন তিনি। এ সময় চুয়াডাঙ্গাগামী সবজি বোঝাই একটি ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হন লিয়াকত।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।