ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
সাদুল্লাপুরে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত  প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে হাফিজার রহমান (৪৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাফিজার গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর গ্রামের বাসিন্দা।

এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।

দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুর রহিম মিয়া জানান, রাতে ভাঙ্গামোড় গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নুরু মিয়ার গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল একদল চোর। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে এক চোরকে আটক করে গণপিটুনি দেন। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হলে তাকে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয় জানতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়ের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। এমনকি থানার ডিউটি অফিসারের নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

তবে, গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু লাইছ মো. ইলিয়াস জিকু জানান, তিনি বিষয়টি শুনেছেন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।