ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের সেফ ফুড ইন্ডাস্ট্রিতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
ফরিদপুরের সেফ ফুড ইন্ডাস্ট্রিতে আগুন ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরের একটি সেফ ফুড ইন্ডাস্ট্রিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফরিদপুর জেলা সদরের কানাইপুরে অবস্থিত শেফ ফুড ইন্ডাস্ট্রিতে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

তবে আগুন নেভানোর ব্যবস্থা ভালো থাকার কারণে তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জানা যায়, ইন্ডাস্ট্রির ছয় তলা ভবন বিশিষ্ট তৃতীয় ফ্লোরে চিপস উৎপাদনকারী তেলের কড়াইতে চিপস ভাজার সময় ইলেকট্রিক চুলা থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। তবে আগুন নেভানোর ব্যবস্থা ভালো থাকায় স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হন। পরে, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয়রা জানান, আগুন লাগলেও তা ছড়িয়ে পড়তে পারে নি। দ্রুতই আগুন নেভানো হয়। মানুষের মধ্যে ভয় ছড়ানোর আশঙ্কায় ফায়ার সার্ভিসকে জানানো হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে ওই এলাকার লোকজন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।