ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে শীতলক্ষ্যার পাড়ে মিলল যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
না.গঞ্জে শীতলক্ষ্যার পাড়ে মিলল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে রিপন শেখ (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

রিপন বন্দরের কদম রসূল কলেজ সংলগ্ন দক্ষিণ মাঠপাড়া এলাকার মৃত রমজান শেখের ছেলে।

রিপনের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে রিপন মানসিক সমস্যায় ভুগছিলেন।

নৌ-পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফোরকান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধারের পর স্বজনরা রিপনকে শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এমআরপি/আরআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।