ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগতিতে ২ বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
রামগতিতে ২ বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের  আকবর ও আলাউদ্দিন (ডানে)

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হারুন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

পরে সকাল ১১টা থেকে বেলা ১২টার মধ্যে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

নিহতরা হলেন-চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (২৫) ও চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে আলী আকবর (২৭)।

স্থানীয়রা জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় আলাউদ্দিন ও আকবরের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা থেকে বেলা ১২টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।