ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবদীতে গাছে ঝুলছিল তরুণের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
মাধবদীতে গাছে ঝুলছিল তরুণের মরদেহ প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে আমগাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় সিফাত হোসেন (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত সিফাত ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি মাধবদীর পাকিজা টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন।  

নিহতের মামি শাহনাজ জানান, ভোরে ফজরের নামজের পর সিফাত বাড়ি থেকে হাঁটতে বের হন। পরে সকালে বাড়ির সামনে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় সিফাতকে দেখতে পেয়ে চিৎকার দেন তিনি (শাহনাজ)। পরে আশেপাশের লোকজন জড়ো হয়। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।  

মাধবদী থানার উপ-পরিদর্শক  (এসআই) মুরাদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে এটি হত্যা না আত্মহত্যা তা জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।