বাগেরহাট: বাগেরহাট সড়ক বিভাগের অধীনে নির্মাণ, প্রসস্তকরণ ও সংস্কার হওয়া ৮৬ কিলোমিটার দীর্ঘ তিন সড়ক উদ্বোধন করবেন প্রাধনমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে সারাদেশে ২ হাজার কিলোমিটার সড়ক উদ্বোধনের সঙ্গে ভার্চ্যুয়ালি বাগেরহাটের এই চার সড়কও উদ্বোধন করার কথা রয়েছে তার।
সড়কগুলো হচ্ছে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক সড়কের ৩৯ দশমিক ৫০ কিলোমিটার, বাগেরহাট-চিতলমারী ২৪ দশমিক ৫০ কিলোমিটার, চিতলমারী-পাটগাতী (টুঙ্গিপাড়া) সড়কের ১৩ দশমিক ৮০ কিলোমিটার এবং পিঙ্গুরিয়া-তেলিগাতী-হেরমা-রামপাল-মোংলা সড়কের ৮ কিলোমিটার।
এসব সড়ক নির্মাণ, প্রসস্তকরণ ও সংস্কারে ব্যয় হয়েছে ৩১৫ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের জন্য ১৩৮ কোটি ৫১ লাখ টাকা, বাগেরহাট-চিতলমারী সড়কের জন্য ১২৮ কোটি ২১ লাখ টাকা এবং পিঙ্গুরিয়া-হেরমা সড়কে ব্যয় হয়েছে ৪৯ কোটি ১৮ লাখ টাকা।
এদিকে দীর্ঘদিন পরে হলেও নতুন সড়ক নির্মাণ, সড়ক প্রসস্তকরণ ও সড়ক সংস্কারে খুশি স্থানীয় বাসিন্দা, গাড়ি চালক ও যাত্রীরা।
মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের ঢুলিগাতি গ্রামের সিরাজ উদ্দিন ফকির বলেন, স্বাধীনতার পর থেকে আমাদের আশা ছিল তেলিগাতী থেকে হেরমা পর্যন্ত বড় পাকা (পিচ ঢালাই) রাস্তা হবে। অনেকবার অনেকের মুখে শুনেছি রাস্তা পাস হয়েছে। কিন্তু রাস্তা আর হয় না। আমাদের ৫০ বছরের প্রতীক্ষার অবসান হয়েছে। এখন বাড়ির সামনেই বড় পাকা রাস্তা, ইচ্ছে মত সব জায়গায় যাওয়া যায়। খুবই ভাল লাগে।
সিরাজ উদ্দিন ফকিরের সুরে সুর মিলিয়ে রহিমা বেগম নামে এক নারী বলেন, এই তো দুই বছর আগেও বছরের প্রায় ৬ মাস অন্তত দুই-তিন কিলোমিটার কাঁদা মাড়িয়ে অথবা নৌকা করে যেয়ে তারপর বড় রাস্তায় উঠতে হত। এখন বাড়ির সামনেই ভ্যান, অটো, মোটরসাইকেল, প্রাইভেটকার, পণ্য পরিবহনের জন্য ট্রাক সবকিছু পাওয়া যায়। শুনেছি বাসও চালু হবে। তখন আরও ভাল হবে।
বাগেরহাট-খুলনা মহাসড়কের যাত্রীবাহী বাসচালক আকিব মোল্লা রাসেল বলেন, একটা সময় ছিল নওয়াপাড়া থেকে বাগেরহাট পর্যন্ত খুব ভাঙা ছিল। গাড়ি চালাতে অতিরিক্ত কষ্ট হত, আবার বাসের চাকাসহ অন্যান্য পার্সও দ্রুত নষ্ট হয়ে যেত। রাস্তা সংস্কার করার পর এখন গাড়ি চালিয়ে যেমন ভাল লাগে, তেমনি গাড়ির তেলও সাশ্রয় হয়।
বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার ও নতুন করে নির্মাণ করায় সবার সুবিধা হয়েছে। তবে মহাসড়কে বাঁকগুলো সোজা করতে পারলে আরও ভালো হত।
জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাটে অনেক সড়কের কাজ হয়েছে। এর মধ্যে প্রায় ৮৬ কিলোমিটার সড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এসব সড়ক নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এসব এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।
বাগেরহাট-৪ আসনের এমপি অ্যাড. আমিরুল আলম মিলন বলেন, আমার নির্বাচনী এলাকার পিঙ্গুরিয়া-হেরমা সড়কটি এলাকার মানুষের স্বপ্নের সড়ক ছিল। এমপি নির্বাচিত হওয়ার পরে এই সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। এই সড়ক নির্মাণ হওয়ায় এলাকার মানুষ অনেক খুশি হয়েছে। সর্বোপরি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হবে। এই সড়কসহ বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এই জনপ্রতিনিধি।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০২২
এমএমজেড