ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় সওজের নতুন ভবন উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
উল্লাপাড়ায় সওজের নতুন ভবন উদ্বোধন 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ভবনটি উদ্বোধন করেন সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান।

 

এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. আমানুল্লাহ, উল্লাপাড়া প্রান্ত থেকে পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরন রায়, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রাজশাহী জোন) সাদেকুল ইসলাম, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাংবাদিক জয়নাল আবেদীন জয়সহ অনেকে বক্তব্য দেন।  

সড়ক ও জনপথ বিভাগ উল্লাপাড়া উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, চলতি বছরের শুরুতে দুই কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল এ ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। এ ভবন নির্মাণ হওয়ায় কাজের গতি আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।