ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনকে পদোন্নতি দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিভাগে দায়িত্বরত সচিব আবু হেনা মোরশেদ জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের ইতিহাসে তিনিই প্রথম নারী কৃষি সচিব।

অন্যদিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিপিএটিসির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার। বিপিএটিসি রেক্টর পদে দায়িত্বরত রমেন্দ্রনাথ বিশ্বাসকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব মর্যাদা) সত্যজিৎ কর্মকারকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১২, ডিসেম্বর ২৩, ২০২২
এমআইএইচ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।