ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে হোটেল থেকে নারীসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
সৈয়দপুরে হোটেল থেকে নারীসহ আটক ৩

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকারা অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।  

বৃহস্পতিবার (২২ডিসেম্বর) সন্ধ্যার আগে সৈয়দপুর পৌরসভার শহীদ জহুরুল হক রোডের আবাসিক হোটেল সম্রাটে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

  

এসময় হোটেল ম্যানেজারের কাছ থেকে ৯০ পিস কনডম উদ্ধার করা হয়।

আটকরা হলেন - সৈয়দপুরের কাজীর হাট এলাকার বাসিন্দা মাহাবুব আলীর ছেলে ও হোটেল ম্যানেজার রাজা মিয়া (৪০), মুন্সিপাড়া এলাকার মো. আরজুর ছেলে মো. পারভেজ (২৫) এবং একজন নারী (২২)।  

এ অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল সম্রাটে অভিযান পরিচালনা করে অনৈতিক অশ্লীল কার্যকলাপের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩ , ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।