ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৫ হাজার কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।
শুক্রবার (২৩ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয়ের নেতৃত্বে কেরানীগঞ্জে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী ৫ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ৫০০০ কেজি (১২৫ মন) অবৈধ জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়।
তিনি বলেন, এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এজেডএস/এমএমজেড