ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

নীলফামারী: নীলফামারীতে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।  

ঢাকা-সৈয়দপুর রুটে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনো ফ্লাইট অবতরণ করেনি।

কোনো ফ্লাইট বিমানবন্দর ছেড়েও যায়নি।  

এতে বিমানবন্দরে ঢাকাগামী শত শত যাত্রী আটকা পড়েছেন।  

বেলা ২টার আগে কুয়াশা কেটে আকাশ পরিস্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ লোকমান হোসেন বলেন, শুক্রবার সকাল ৯টায় বিমানবন্দরের রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। নিয়ম অনুযায়ী রানওয়েতে ২ হাজার মিটার দৃষ্টিসীমায় ফ্লাইট ওঠানামা করতে পারে।  

তিনি জানান, এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাস না থাকায় ঘন কুয়াশা কেটে যেতে অনেক সময় লাগতে পারে।  

এদিকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। ফলে দূরপাল্লার নৈশকোচগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নীলফামারী-সৈয়দপুর সড়কে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।