ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ অংশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দীর্ঘ কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।  

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এর আগে ভোর থেকে জেলার লৌহজং পদ্মা সেতু টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।  

দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের যানবাহনের বাড়লেও ঘণ্টা খানেকে মধ্যে স্বাভাবিক হয়। তিন দিনের ছুটিতে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের যানবাহনের অত্যাধিক চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্টদের দাবি।  

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৩টার মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে কোনো যানজট নেই।  

তিনি বলেন, কয়েকদিনের ছুটির কারণে ভোর থেকে পদ্মা সেতুতে যানবাহন পারাপারে চাপ বাড়ে।

>> পদ্মা সেতু এলাকায় ৬ কি.মি. যানজট

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।