ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আকাশ মিয়া নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।  

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার বাঁশতৈল চেয়ারম্যান বাড়ি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় সে নিহত হয়।

 

আকাশ বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের জুরান মার্কেট এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে বাঁশতৈল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নেছার উদ্দিন বাংলানিউজকে জানান, আকাশ হাটুভাঙ্গা এলাকা থেকে মোটরসাইকেলযোগে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক হয়ে বাড়ি ফিরছিল। চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরিবারের লোকজন মরদেহ বাড়ি নিয়ে গেছেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।