ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষে নিহত ৩

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিএন্ডবি-আশুলিয়া সড়কের সদর ইউনিয়নের কলমা এলাকার এক মুরগি উন্নয়ন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- আকবর ফকিরের ছেলে ফজলুল ফকির (৪০), আল মুসলিমের ছেলে নাসির (৪০) ও ইউসুফের ছেলে ফাহিম (১৯)।

আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের রাখা হয়েছে মর্গে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কলমা এলাকায় দুটি যাত্রবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সাতজনকে আহত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসএফ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।