ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শনিবার কোথায় কখন লোডশেডিং

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
শনিবার কোথায় কখন লোডশেডিং

বিদ্যুৎ ঘাটতি কমাতে গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই  দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। তবে পূর্ব প্রস্তুতি হিসেবে কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে, তার সময়সূচি আগেই জানিয়ে দেয়া হচ্ছে।

সেই ধারাবাহিকতায় আজ শনিবার (২৪ ডিসেম্বর) এলাকাভিত্তিক লোডশেডিং চলবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, শনিবার কোথায় কখন লোডশেডিং তার তালিকা প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

নিচের লিংকে ক্লিক করে দেখে নিন কখন কোথায় লোডশেডিং।

ডেসকো

এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় শনিবার (২৪ ডিসেম্বর) কোনো লোডশেডিং হবে না।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাই ডিপিডিসির গ্রাহকরা সারা দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন।

ডিপিডিসি বলেছে, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দপ্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।