ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষ, নিহত বেড়ে ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষ, নিহত বেড়ে ৪

সাভার (ঢাকা): সাভারে লেগুনা ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আরও তিনজন সাভারের এনাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের ম্যানেজার ইউসুফ আলী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকার মুরগী উন্নয়ন খামারের সামনে এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। পরে রাত ১টার দিকে রাজু (৩৫) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়।

নিহতরা হলেন- আকবর ফকিরের ছেলে ফজলুল ফকির (৪০), আল মুসলিমের ছেলে নাসির (৪০), ইউসুফের ছেলে ফাহিম (১৯) ও কিশোরগঞ্জের জেলার রাজু।

এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মোট সাত জন আহত রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তখনই তিনজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। পরে রাত ১টার দিকে আহত আরেকজনের মৃত্যু হয়।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কলমা এলাকায় দুটি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।