ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইউএনওর ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
ইউএনওর ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তনু চৌধুরীর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালের দিকে প্রতারকচক্র ইউএনও’র নম্বর থেকে ইউপি চেয়াম্যান, বিভিন্ন মাদরাসা ও স্কুল-কলেজের শিক্ষকদের কাছে কল করে চাঁদা দাবি করে।

এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও এস এম শান্তনু চৌধুরী। বেলা ১২টার দিকে তিনি নিজের অফিসিয়াল ফেজবুক পেজে এ বিষয়ে একটি সতর্কতামূলক পোস্টও দেন।  

ইউএনও শান্তনু চৌধুরী বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ডিজি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।  

সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ওই নম্বর থেকে কারো কাছে ফোন গেলে সবাই সর্তক থাকবেন।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি ইউএনও আমাকে জানিয়েছেন। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।