ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘ভিয়েনা কনভেনশনে ক্ষমতাসীন দলের সঙ্গেও বৈঠকের সুযোগ আছে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
‘ভিয়েনা কনভেনশনে ক্ষমতাসীন দলের সঙ্গেও বৈঠকের সুযোগ আছে’

ঢাকা: ‘আপনি কি জানতেন, কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনে ক্ষমতাসীন দলের সঙ্গেও বৈঠকের সুযোগ আছে’—সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শুক্রবার (২৩ ডিসেম্বর) এ কথা লিখেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের সঙ্গে নিজের ও জার্মান ডেস্ক অফিসারের ছবিও প্রকাশ করেছেন তিনি।

একই সঙ্গে চমৎকার আতিথেয়তা ও অনুপ্রেরণামূলক আলোচনার জন্যও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদকের সঙ্গে বৈঠকটি কবে হয়েছে, তা ওই টুইটার বার্তায় উল্লেখ করেননি জার্মান রাষ্ট্রদূত।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একাধিকবার বিদেশি কূটনীতিকদের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন ও কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।