ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন যুবক অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন যুবক

রাজশাহী: আগ্নেয়াস্ত্র বিক্রির সময় র‌্যাবের কাছে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই যুবকের নাম আল-আমীন (২৪)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার চকমোক্তারপুর সরকারপাড়ার আলাউদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে অস্ত্র কেনাবেচার খবরে র‌্যাব-৫ এর একটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধুর মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ঈদগাহ মাঠের দক্ষিণ পাশ থেকে আল-আমীনকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আল আমীন বলেন, এ পিস্তল, ম্যাগজিন ও গুলিগুলো তিনি বিক্রির জন্য পুঠিয়ায় নিয়ে গেছেন। পরে তাকে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তাকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়।

থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।