ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বড় দিন উপলক্ষে হুমকির কোনো তথ্য নাই আমাদের কাছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, আজ থেকে বড় দিনের উৎসব শুরু হয়েছে। সারাদেশে সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ সার্বিক নিরাপত্তা দিচ্ছে। সারাদেশে বড় দিনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি ভেন্যু ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্য বলতে চাই আপনারা উৎসব মুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- ধর্ম যার যার উৎসব সবার। আমরা জানি এ দেশে অসাম্প্রদায়িক, আমরা সবাই এক সঙ্গে বসবাস করি। মুসলমান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান যেভাবে উৎসবমুখর পরিবেশে হয়ে থাকে, তেমনভাবে খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের অনুষ্ঠান একইভাবে পালন হয়ে থাকে। তাদের উৎসবেও যেকোনো সহযোগিতা নিয়ে আমরা পাশে দাঁড়াবো।
বড়দিন উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি আছে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকির তথ্য নেই। আপনারা জানেন হলি আর্টিজান ঘটনার পরে এদেশে উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা নেই।
দুই জঙ্গি পালাতক আছে এ কারণে আপনারা কোনো শংকায় আছেন কিনা জানতে চাইলে আইজিপি বলেন, কিছুদিন আগে দুই জঙ্গি পালিয়েছে। তারা কেন পালিয়েছে সেটা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে বিষয়টি জানা যাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। যে পরিস্থিতিতে যেমন ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটাই নিচ্ছি।
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে আছে। দুই জঙ্গি পালানোর একটা ঘটনা ঘটেছে, সেজন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেটা নিচ্ছি। এটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
এদিকে, পুলিশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকা মহাধর্ম প্রদেশের চ্যান্সেলর ফাদার মিল্টন ডেনিস কোরাইয়া।
তিনি বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় আমরা অত্যান্ত খুশি। বড় দিনের আগে থেকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। আমরা আশা করি এবারের বড় দিনের উৎসব ভালোভাবে আমরা পালন করতে পারবো।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
পিএম/জেডএ