ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
গোপালগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ১

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. হাদিস শিকদার (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হাদিস শিকদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কলসী ফুকরা গ্রামের মো. নাজির শিকদারের ছেলে।

শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-৬।

র‌্যাব জানায়, মাদক কেনাবেচা হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই স্থান থেকে হাদিস শিকদার নামে একজন‌কে আটক করা হয়। পরে তল্লাশি চা‌লি‌য়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

র‌্যাব-৬ আরও জানায়, জব্দকৃত আলামত ও আটক আসামিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।