ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাগলে গাছের বাকল খাওয়া নিয়ে হাতাহাতি, নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
ছাগলে গাছের বাকল খাওয়া নিয়ে হাতাহাতি, নিহত এক

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় ছাগলে গাছের বাকল খাওয়া নিয়ে হাতাহাতির ঘটনায় মতিউর রহমান তারা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার সোনাপুর ইউ‌নিয়‌নের যোগার‌দিয়া গ্রা‌মে এ হাতাহাতির ঘটনা ঘটে।

 

নিহতের ভাই ওলিয়ার রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে মতিউর রহমান তারাকে নানাভাবে হয়রানি করে আসছিল প্রতিবেশী কয়েকজন। শনিবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশে একটি মেহগুনি বাগানে ছাগলে গাছের বাকল খাওয়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ভয়ে স্ট্রোক করেন মতিউর রহমান।  

পরে স্থানীয়রা তাকে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানানো যাবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।