ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে নার্সের অবহেলার কারণে দিগন্ত পাল (১০) নামে একটি শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে মারা যায়।

মারা যাওয়া শিশু দিগন্ত পাল সুনামগঞ্জ সদর উপজেরার লালারচর গ্রামের ভিন্নদ পালের সন্তান।

জানা যায়, শিশু দিগন্ত পালের শরীরে হঠাৎ জ্বর দেখা দেওয়ায় ডাক্তার দেখানোর জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া হয়েছে। ২১ ডিসেম্বর সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর শিশুর অবস্থা আগের থেকে উন্নতি ভালো হলে শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।  

আজ দুপুরে ২টা ৩০ মিনিটে হাসপাতাল ত্যাগের আগে সবশেষ একটা ইনজেকশন দেওয়ার কথা। সেই ইনজেকশন দেওয়ার পর হাতের ক্যানোলা অতিরিক্ত শক্তি প্রয়োগ করে খোলাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ শিশুর স্বজনদের।

নিহত শিশুটির চাচা কেশব পাল বাংলানিউজকে বলেন, আমার বড় ভাইয়ের ছেলে শীতের কারণে নিউমোনিয়া হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে অবনতি থেকে অনেকটা উন্নতি হয়েছিলো। আজ ছাড়পত্র দিছে সকালে, আমরা দুইটা ৩০ মিনিটে আমরা রোগীকে বাসাত নিয়ে যাবো। এর মধ্যে লাস্ট একটা ইনজেকশন ছিলে, এই ইনজেকশনটা নার্সে দিছে। দেওয়ার পরে ক্যানোলাটা খুব রাগ করে খোলছে, তখন শিশুটির মা বলছে এটা একটু আস্ত আস্তে খোলেন শিশুটির কষ্ট হবে। নার্স রাগে ক্যানোলা খোলার পর শিশুটির রক্ত বের হয়ে শরীর কালো হয়ে গেছিলো, তখনই বুঝা গেছে শিশুটির হাতের রগ ছিড়ে গেছে। রগ টা ছিড়ার পর শিশুটি ধীরে ধীরে নিশ্বতেজ হয়ে যায়।

কান্নাজড়িত নিহত শিশুটির মা বলেন, নার্সের অবহেলার কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে। নার্স কি ইনজেকশন দিল আর ক্যানোলা এতো জুড়ে টেনে খুলছে সাথে সাথে আমার সন্তানের মৃত্যু হলো। আমি মা হয়ে ছেলের মরা মুখ দেখে কেমনে থাকবো। পরে নার্সকে ছেলের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করা হলে সঠিকভাবে কিছু না বলতে পেরে উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করে চলে যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, স্বজনরা এখনও কোনও অভিযোগ করেননি। অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখবো।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, উনারা (রোগীর স্বজনরা) অভিযোগ করছে তাদের বাচ্চা মারা গেছে নার্সের অবহেলার কারণে। আমি তাদের বলেছি একটা লিখিত অভিযোগ দেন। স্যার তো আজ নেই আর সোমবার দিন আসবেন, স্যারের সাথে বসে আমরা বসে বিষয়টি দেখবো।

বাংলাদেশ সময়:২৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।