ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে জেলি পুশ করা ১৫ মণ চিংড়ি ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
যশোরে জেলি পুশ  করা ১৫ মণ চিংড়ি ধ্বংস

যশোর: যশোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে জেলি পুশ করা ১৫ মণ চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) র‌্যাব-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে শহরের মনিহার মোড়ে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে এসব মাছ জব্দ করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম নাজিউর রহমান বলেন, চিংড়িতে জেলি পুশ করে ওজন বাড়িয়ে বাজারে বিক্রির উদ্দেশে শ্যামনগর থেকে শেরপুরগামী একটি বাস মনিহার মোড় হয়ে শেরপুরে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে র‌্যাব সদস্যরা ও সদর উপজেলা মৎস্য অফিসার মো. জয়নুল আবেদীন এর সমন্বয়ে শহরের মনিহার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে হিমেল সিমান্ত নামে যাত্রীবাহী বাস থেকে জেলি পুশ করা ৬০০ কেজি (১৫ মণ) চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সংশোধিত ২০০৯ এর ৪/৪ এবং ৩/৫ এর ধারায় জব্দ করা অস্বাস্থ্যকর চিংড়িগুলো ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।