ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ আটক এক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
যাত্রাবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ আটক এক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দেড় কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটক মাদককারবারি হলেন মো. আবুল খায়ের (৬৪)।

 

সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, রোববার (২৫ ডিসেম্বর) রাতে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।  

তিনি আরও জানান, আটক আসামি মাদকের সঙ্গে জরিতের বিষয়টি স্বীকার করেছে। দীর্ঘদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজের সংগ্রহে রেখে কেনা-বেচা ও সরবরাহ করে আসছিলো।  

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।