ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
উজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে মো. মুয়ান মল্লিক (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বরে) সকালে পুকুরের পানিতে পরে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে।

 

মো. মুয়ান মল্লিক উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামের মো. মিলন মল্লিকের ছেলে।

শিশুটির স্বজনরা জানান, ঘরের পাশের পুকুরে অসাবধানতাবশত শিশুটি পরে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুরে  পানিতে ভাসতে দেখে পরে সেখান থেকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এমন খবর পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।