ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নদীতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
নদীতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঝাঁপালী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খোলপেটুয়া নদীর খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় ষাটোর্ধ্ব বয়সী ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি।

ঝাঁপালী গ্রামের মিজানুর রহমান জানান, নদীতে ভাটা শুরু হলে ভেসে আসা মরদেহটি ঝাঁপালী খেয়াঘাটের পাশে আটকে যায়। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। তার মরদেহ ভেসে আসা ও নাম পরিচয়ের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। মরদেহটি নদী দিয়ে ভেসে আসায় পার্শ্ববর্তী থানাসমূহে ম্যাসেজ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।