ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ. লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
আ. লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন স্পিকার

ঢাকা: টানা ১০ বারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের চিপ হুইপ। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকেও শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



সোমবার (২৬ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-এ আলম চৌধুরী।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহসহ কার্যালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।