ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দর্শনা পৌরসভার মেয়র মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
দর্শনা পৌরসভার মেয়র মারা গেছেন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)।  

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ভারতের রাজধানী দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মতিয়ার দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি দর্শনা পৌরসভায় বিভিন্ন মেয়াদে চারবার মেয়র নির্বাচিত হন।  

দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন জানান, লিভার সিরোসিস জটিলতায় ভুগছিলেন মেয়র মতিয়ার। তার পুরো লিভারই প্রায় অকেজো হয়ে পড়েছিল। চিকিৎসকরা তার লিভার দ্রুত প্রতিস্থাপন করার কথা বলেছিলেন। বিভিন্ন জায়গায় চেষ্টা করেও তার লিভার মেলানো যাচ্ছিল না। পরে স্ত্রী রোজী রহমানের সঙ্গে তার লিভার শতভাগ মিলে যায়। তিনি তার লিভারের ৩০ শতাংশ মেয়রকে দেন। দিল্লির অ্যাপোলো হাসপাতালে গত ২৪ নভেম্বর রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার অস্ত্রোপচার শেষে লিভার প্রতিস্থাপন সফল হয়।  

তিনি আরও জানান, গত ১ মাস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মেয়র। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে তিনি মারা যান। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।