ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত 

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান নামক স্থানে অজ্ঞাত গাড়ির চাপায় আবু তালেব (২৯) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ছৈন্ট্রা এলাকার শামসুল আলমের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, সকালে আবু তালেব মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল ঘিওরের দিকে যাচ্ছিলেন। কিন্তু ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।  

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।