ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গমক্ষেতে কার্টনে মিলল নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
গমক্ষেতে কার্টনে মিলল নবজাতকের মরদেহ

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে থানার গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকার একটি গম ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, এলাকার মিজানুর রহমানের গমক্ষেতে একটি খয়েরি রঙের কার্টনে গজ-কাপড় দিয়ে মোড়ানো ছিল নবজাতকটি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।