ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন করায়  জরিমানা

নাটোর: নাটোরের সিংড়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে মো. বদিউজ্জামান (৪৮) নামে এক ভেকু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার সময় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এ জরিমানা করেন।

বদিউজ্জামান ওই এলাকার বাসিন্দা।

সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বাংলানিউজকে জানান, সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন চলছে প্রায়ই এমন খবর আসে। মঙ্গলবার বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গুটিয়া বিলে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননকালে মো. বদিউজ্জামান (৪৮) নামে এক ভেকু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি বলেন, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২

এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।