ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাকের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
নওগাঁয় ট্রাকের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় আজির শাহ (৪৮) নামে এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ-চৌমাশিয়া মহাসড়কের হাট চকগৌরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আজির শাহ নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের পয়না গ্রামের মৃত তছির শাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, আজির শাহ বাগান থেকে পেয়ারা কিনে শহরে বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজও (২৭ ডিসেম্বর) শহরে পেয়ারা বিক্রি শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে হাট চকগৌরী এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।