ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাবিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের ডাঙ্গারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিদুল ইসলাম একই ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাসিন্দা ফজলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কসাই ছিলেন।  

স্থানীয়দের বরাতে এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান নবীউল ইসলাম বলেন, দুপুরে আমবাড়ী বাজার থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন সাবিদুল। পথিমধ্যে এলুয়াড়ী ইউনিয়নের ডাঙ্গারপাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাবিদুলের।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।