ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
বরগুনায় জামায়াতের আমির গ্রেফতার

বরগুনা: বরগুনায় জামায়াতে ইসলামীর সাবেক আমির তৈয়ব আলীকে (৬৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)  পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে বরগুনা পৌর শহরের কেজি স্কুল সড়কের নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তৈয়ব আলী বামনা উপজেলার ছোনবুনিয়া এলাকার মৃত আমীর মল্লিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম খাঁন বলেছেন, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের সাবেক আমির তৈয়ব আলীকে গ্রেফতার করেছি। এ সময় তার সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যান।

তিনি আরও বলেন, ২০১৫ ও ২০২২ সালে দায়ের করা পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।